ডেস্ক রিপোর্ট

০৯ ফেব্রুয়ারি , ২০১৬ ১৬:২২

সিলেট ফিল্ম সোসাইটির আত্মপ্রকাশ অনুষ্ঠান আগামীকাল

চলচ্চিত্র শিল্পের বিকাশ, সুষ্ঠু চলচ্চিত্র শিল্পের প্রসার, শিক্ষা ও চর্চা, চলচ্চিত্র প্রশিক্ষণ, চলচ্চিত্র নির্মাণ ও উন্নয়ন, চলচ্চিত্র প্রদর্শণ ও উৎসব এবং সুষ্ঠু চলচ্চিত্র আন্দোলন, দেশীয় চলচ্চিত্র সংস্কৃতিকে বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য এবং মহান মুক্তিযুদ্ধের অঙ্গিকারের আলোকে গড়ে তোলার লক্ষ্যে সিলেটে গঠিত হয়েছে সিলেট ফিল্ম সোসাইটি।

আগামিকাল (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যরিস্টার মোহাম্মদ আরশ আলী। আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা শেষে মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

আত্মপ্রকাশ অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীতে সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন সিলেট ফিল্ম সোসাইটির আহ্ববায়ক নিরঞ্জন দে ও সদস্যসচিব অসিত বরণ দাশ গুপ্ত।

 

আপনার মন্তব্য

আলোচিত