নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৬ ০১:৫১

সিলেটে যাত্রী ছাউনিতে পাওয়া গেলে পাইপগান ও পেট্রোলবোমা

র‌্যাব-৯ এর অভিযান

ছবি: সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালারগাঁও এলাকায় একটি যাত্রী ছাউনি থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার পাইপগান ও পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করেছে র‌্যাব-৯। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে.এম. শহিদুল ইসলাম।

এর আগে সোমবার (৫ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার ৯ নম্বর ওয়ার্ডের লালারগাঁও অটোবি কারখানার আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৯। প্রাপ্ত তথ্যে ওই এলাকায় অবৈধ অস্ত্র ও পেট্রোলবোমা মজুতের আশঙ্কা ছিল।

সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট-এর একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত লালারগাঁও যাত্রী ছাউনি ও এর আশপাশে ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে যাত্রী ছাউনির বসার স্থানের নিচে রাখা একটি সাদা রঙের শপিং ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান ও পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত অস্ত্র ও পেট্রোলবোমাগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যেই সেখানে মজুত করে রাখা হয়েছিল।

এ বিষয়ে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে.এম. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পাইপগান ও পেট্রোলবোমা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত