নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০১৬ ১৪:১৪

গোলাপগঞ্জে হিন্দু বাড়িতে হামলা : এজহারভুক্ত এক আসামী গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় এজহারভুক্ত ১৩ নম্বর আসামী এম এ ছায়েদ গ্রেপ্তার করেছে পুলিশ। গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
 
মামলার তদন্তের দায়িত্বে থাকা এসআই মৃদুল কুমার ভৌমিক সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া এম এ ছায়েদ (৪০) একই এলাকার বাসিন্দা এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত।

জানা গেছে , এম এ ছায়েদ ওই এলাকায় ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনের প্রার্থী হবার দৌড়ে আছেন।

এসআই মৃদুল জানিয়েছেন, অন্য আসামীদের গ্রেপ্তার করতেও পুলিশ তৎপর রয়েছে। নানান স্থানে অভিযান চালানো হচ্ছে।
আক্রান্ত পরিবারকে নিরাপত্তার জন্য পুলিশি পাহারা বসানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ মার্চ) রাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের বারকোট গ্রামে এ ঘটনা ঘটে। বাড়িঘরে হামলা ও মারধরের ঘটনায় রোববার গোলাপগঞ্জ থানায় ১৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত