জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ

০৮ মে, ২০১৬ ২০:১১

বিশ্বনাথে আ’লীগ-বিএনপি সমানে সমান

প্রথমবারের মতো দলীয় প্রতিকে অনুষ্ঠিত হলো বিশ্বনাথে ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলার ৮ইউনিয়নের মধ্যে সীমানা নির্ধারণ সংক্রান্ত জঠিলতা নিয়ে আদালতে মামলা থাকায় দশঘর ও দেওকলস ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে।

উপজেলার লামাকজি, খাজান্সী, রামপাশা, অলংকারী, দৌলতপুর ও বিশ্বনাথ সদর ইউনিয়নে ৬৫টি ভোট কেন্দ্রের ৫৬টি ঝুঁকিপূর্ণ থাকলেও কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে এবারের নির্বাচনে জয়ের দিকে বিদ্রোহী প্রার্থীসহ আ’লীগ-বিএনপির প্রার্থীরা সমানে সমান রয়েছেন। ৬ইউনিয়নের দু’টিতে আ’লীগ, দু’টিতে বিএনপি, একটিতে আ’লীগের বিদ্রোহী প্রার্থী এবং আরও একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

উপজেলার ৬টি ইউনিয়নে ১লক্ষ ১৯হাজার ২শত ৩৮জন ভোটারের মধ্যে ৮৬হাজার ৫৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাশহুদুল কবীর বে-সরকারীভাবে বিজয়ী ৬ইউনিয়ন চেয়ারম্যানের নাম ঘোষণা করেন।

লামাকাজী : লামাকাজী ইউনিয়নে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া (ধানের শীষ) ৬হাজার ২৯টি ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহনুর হোসাইন (নৌকা) পেয়েছেন ৪হাজার ৯শত ৩২টি ভোট।   

খাজাঞ্চী : খাজাঞ্চী ইউনিয়নে উপজেলা ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন (ধানের শীষ) ৪হাজার ৯শত ২১টি ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি শংকর চন্দ্র ধর (নৌকা) ৩হাজার ৭শত ৭৮ ভোট পান।  

অলংকারী : অলংকারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম রুহেল (চশমা) ৫হাজার ৯শত ১১টি ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ আব্দুল হক (ধানের শীষ) ৩হাজার ৪শত ৪১টি ভোট পান।  

রামাপাশা : রামাপাশা ইউনিয়নে অ্যাডভোকেট আলমগীর হোসেন (নৌকা) ৫হাজার ৫শত ৯৩টি ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি আ’লীগের বিদ্রোহী আজিজুর রহমান (আনারস) ৪হাজার ২শত ৫৯টি ভোট পান।   

দৌলতপুর : দৌলতপুর ইউনিয়নে উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী (নৌকা) ৪হাজার ৯শত ২২টি ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি আরব খান (ধানের শীষ) ৪হাজার ৩শত ২১টি ভোট পান।

বিশ্বনাথ সদর : বিশ্বনাথ সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আ’লীগ বিদ্রোহী) উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক ছয়ফুল হক (আনারস) ৫হাজার ৪শত ৪১টি ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি জালাল উদ্দিন (ধানের শীষ) ৪হাজার ১শত ১৯টি ভোট পান।

আপনার মন্তব্য

আলোচিত