বড়লেখা প্রতিনিধি

২৩ আগস্ট, ২০১৬ ১৭:১৩

বড়লেখায় শিশুর অপুষ্টিরোধে করণীয় শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

'সূচনা বাংলাদেশে অপুষ্টি চক্র প্রতিরোধে একটি প্রয়াস' এই স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় অপুষ্টিরোধের মাধ্যমে শিশুর খর্বাকৃতি হ্রাস ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে স্থানীয় কমিউনিটি সেন্টারে সিএনআরএস ও সূচনার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন।

সভায় সিএনআরএসের গভানের্ন্স কর্মকর্তা আবু বকরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, রাহেনা বেগম হাছনা, কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সিএনআরএসের বড়লেখা উপজেলা কো-অর্ডিনেটর আবু আসলাম, আইডিই এর সিনিয়র স্পেশালিস্ট হেলাল উদ্দিন ভূঁইয়া, হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর ডেপুটি ম্যানেজার আব্দুল হাফিজ, সেভ দ্য চিলড্রেনের ম্যানেজার মাসুদ রানা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত