বিশ্বনাথ প্রতিনিধি

১১ অক্টোবর, ২০১৬ ২১:২৪

বিশ্বনাথে দুর্গাপূজা: সুরমা-বাসিয়ায় প্রতিমা বিসর্জন

সুরমা আর বাসিয়া নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সিলেটের বিশ্বনাথে শেষ হলো দুর্গাপূজা। নানা ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা বিসর্জনে অংশগ্রহণ করেন। ব্যক্তিগত ৩টিসহ উপজেলার ২২টি সার্বজনীন পূজা মণ্ডপের প্রতিমা সন্ধ্যার মধ্যেই বিসর্জন দেওয়া হয়। এবছর ২৫টি মণ্ডপেই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে শারদীয় দুর্গাপূজা।


মঙ্গলবার (১১অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় বাসিয়া নদীতে বিশ্বনাথ সদর ও উপজেলা সদরের জানাইয়া পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয় দুর্গাপূজা। এর আগে বিকেলে উপজেলার দেওকলস ইউনিয়নের বাগিছা বাজাওে অনুষ্ঠিত কালিজুরি মণ্ডপ এবং কালীগঞ্জ বাজারের কালীবাড়ি মণ্ডপের প্রতিমা একইভাবে বাসিয়া নদীতে বিসর্জন দেওয়া হয়। এছাড়া একই সময়ে উপজেলার লামাকাজি ইউনিয়নের দিঘলী শিব ও দুর্গাবাড়ি মণ্ডপের প্রতিমা স্থানীয় সুরমা নদীতে বিসর্জন দেওয়া হয়।

উপজেলা পরিষদ সংলগ্ন বাসিয়া নদীতে প্রতিমা বিসর্জনকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বিমল চন্দ্র দাশ, নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, কোষাধ্যক্ষ রোহেল উদ্দিন, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু ও নুর উদ্দিন।

এসময় উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শংকর দাশ শংকু, সদর সার্বজনীন পূজা কমিটির সভাপতি সুব্রত ধর বাপ্পী, সাধারণ সম্পাদক সুব্রত দে সুমন, জানাইয়া সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কান্তি দে পিংকু, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দে উপস্থিত ছিলেন।

এদিকে কঠোর নিরাপত্তার সাথে বিশ্বনাথ উপজেলায় শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন’সহ উপজেলার সর্বস্থরের জনসাধারণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল ও সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য।

আপনার মন্তব্য

আলোচিত