নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০১৬ ০০:৩১

সংবিধান কাঁটাছেড়ার কারণে বিচার ব্যবস্থার স্বাধীনতা খর্ব হয়েছে : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বারবার সংবিধান কাঁটাছেড়ার কারণে বিচার ব্যবস্থার স্বাধীনতা খর্ব হয়েছে। তবে বঙ্গবন্ধুর দেয়া সংবিধানের ১১৬ ধারার বিচার বিভাগের স্বাধীনতা বর্তমানে অনেকটাই ফিরে এসেছে। সেটি শিঘ্রই পুরোপুরি ফিরে আসবে। আশা করছি, এই ডিসেম্বরেই এটি সম্পূর্ণ কার্যকর হবে। তখন বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে। এতে নির্বাহী বিভাগের কোনো ভূমিকা থাকবে না।

প্রধান বিচারপতি বৃহস্পতিবার রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির রজতজয়ন্তি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মামলাজট কমাতে তিনি পুরোনো মামলা নিস্পত্তিতে বিচারক ও আইনজীবীদের আরো আন্তরিক হবার আহ্বান জানান। তিনি বলেন, ২০১০ সালের আগের মামলাগুলো দ্রুত নিস্পত্তি হওয়া চাই।

প্রধান বিচারপতি বলেন- সিলেট ও চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপন করতে সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ রয়েছে। আমারও আগ্রহ রয়েছে এ বিষয়ে। কিছু বিচারপতির পদ শূণ্য রয়েছে। এগুলো পূর্ণ করার কাজ চলমান। বিচারপতি নিয়োগ হওয়ার পরপরই সিলেট ও চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনে প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে আইনসেবা প্রত্যাশী মানুষরা উপকৃত হবেন।

প্রধান বিচারপতি আরোও বলেন- আইনজীবীরা হচ্ছেন জাতির বিবেক। তাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। দরিদ্র ও অসহায় মানুষদের আইনী সহায়তা প্রদান করতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে। নবীন আইনজীবীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান বিচারপতি।


সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম শমিউল আলমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের বখত জুবেরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী, সিলেট জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জিপি খাদেমুল মিল্লাত, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম।

এর পরে মনোজ্ঞ সাংস্কৃতির অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ের স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা।

আপনার মন্তব্য

আলোচিত