সুনামগঞ্জ প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০১৬ ০০:৪২

সুনামগঞ্জে ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১১১ জনের মনোনয়নপত্র দাখিল

জেলা পরিষদ নির্বাচন

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, ১৫টি সাধারণ ওয়ার্ডে ৮৭জন ও ৫টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- সাবেক জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, আবাব হোসেন চৌধুরী ও চঞ্চলা দাস।

১নং ওয়ার্ডে সদস্য পদে আবুল হোসেন খান, আতিকুর রহমান, জিল্লুর রহমান, জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বল ও মো. মুস্তাফিজ আলী।

২নং ওয়ার্ডে প্রভাকর তালুকদার পান্না, আব্দুল কাইয়ূম মজনু, মোজাম্মেল হোসেন রুকন, মো. আব্দুস সালাম ও হারুন অর রশিদ।

৩নং ওয়ার্ডে শামীম আহমেদ মুরাদ, মো. জুবায়ের পাশা ও সৈয়দ আমিনুল হক হেলাল।
 
৪নং ওয়ার্ডে আশহাদুর রহমান, কল্যাণব্রত তালুকদার, সৈয়দ খালেদ আহমদ, মো. গুল আহমদ, মো. মিজবাহ উদ্দিন ও মো. আব্দুল মুকিত চৌধুরী।

৫নং ওয়ার্ডে আলম নূর, মাহতাব উদ্দিন তালুকদার, ফারুক রশীদ, সৈয়দ আহমদ, মহিবুর রহমান, মো. মমিনুল ইসলাম, হাসান বশির, শামসুজ্জামান শাহ, আজিজুল হক, হোসেন আলী, মো. সাজ্জাদুর রহমান ও মো. আবু সাইদ।

৬নং ওয়ার্ডে ইয়াকুব বখ্ত বহলুল, জুবের আহমদ অপু, মনির উদ্দিন মনির, সৈয়দ তারিক হাসান দাউদ, মো. জসিম উদ্দিন, মাজহারুল ইসলাম, আল হেলাল মো. ইকবাল মাহমুদ, আব্দুল মজিদ, জিয়াউর রহমান ও মো. ওয়াহিদুর রহমান সুফিয়ান।

৭নং ওয়ার্ডে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ, মো.আসাদুর রহমান, শাহাব উদ্দিন, রেজাউল আলম, আব্দুল কাইয়ুম, জহিরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।

৮নং ওয়ার্ডে নাজমুল হক, সৈয়দ বদরুল আলম ও সোহেল আহমদ ছুটন মিয়া।

৯ নং ওয়ার্ডে নূরুল হক তালুকদার, পিযুষ শেখর দাস, বেলাল আহমেদ, বাদল চন্দ্র দাস, আবু আব্দুল্লাহ চৌধুরী, আবু লেইছ চৌধুরী ও রান্টু লাল দাস।

১০নং ওয়ার্ডে ইমদাদুর রহমান তালুকদার, আব্দুল মতলিব চৌধুরী, মো. নুরুল আমিন, হারুন মিয়া, মো. সোহেল মিয়া, মো. আব্দুল জব্বার, মো. ছালেক উদ্দিন, মো. এনায়েত খান, শহিদুর রহমান শীহদ ও মাহতাব উল হাসান।
১১নং ওয়ার্ডে সৈয়দ ছাবির মিয়া, শাহজান সিরাজী ও আবুল হোসেন লালন।

১২নং ওয়ার্ডে সিরাজুল হক, তোফায়েল আহমদ তালুকদার, মো. রেজা মিয়া তালুকদার, আব্দুল আহাদ ও ফয়সল আহমদ।

১৩নং ওয়ার্ডে নুরুল ইসলাম, মো. আমিনুল ইসলাম সেলিম, আক্রামুল হাসান মাছুম ও আব্দুল খালেক।

১৪ নং ওয়ার্ডে আসিক আলী, মো. এনামুল হক, মো. আজমল হোসেন ও মো. আফসার উদ্দিন।

১৫নং ওয়ার্ডে ছানাউর রহমান তালুকদার ও মো. আব্দুস শহিদ মুহিত।

মহিলা সংরক্ষিত আসনে ১নং ওয়ার্ডে সেলিনা বেগম ও ইয়াছমিন বেগম।

২নং ওয়ার্ডে রাজিয়া খাতুন, সামিনা চৌধুরী, আমিনা আখঞ্জি, তাহমিনা বেগম, মোছা. মদিনা আক্তার, রাবেয়া সিদ্দিকা, সানজিদা নাসরীন দিনা, ছাদিয়া বখত, ফেরদৌসী সিদ্দিকা ও ফৌজিয়া আরা বেগম।

৩নং ওয়ার্ডে বীনা জয়নাল, মোছা. ফিরোজা বেগম, রাজরানী চক্রবর্তী ও ফারহানা ইয়ামিন।

৪নং ওয়ার্ডে রওশন আরা বেগম ও সাবিনা সুলতানা।

৫নং ওয়ার্ডে মোছা. নুর নাহার ও সেলিনা আক্তার।

আপনার মন্তব্য

আলোচিত