নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০১৬ ০০:২৪

কলেজ ছাত্র মিসবাহ হত্যার দায়ে র‌্যাবের হাতে আরেক ‘বন্ধু’ আটক

সিলেট নগরীর জিন্দাবাজারে কলেজছাত্র মিসবাহ উদ্দিন হত্যার দায়ে রানা নামে তার আরেক বন্ধুকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাত ১১ টার দিকে তাকে নগরীর বন্দরবাজার থেকে আটক করা হয় বলে র‌্যাব-৯ এর মিডিয়া উইং জানিয়েছে।

মিসবাহ হত্যায় রনিও অংশ নেয় বলে জানায় র‌্যাব।

এরআগে বহস্পতিবার ভােরে এই হত্যা মামলার প্রধান আসামী কবির আহমদকে ঢাকার শাহবাগ থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ২৬ নভেম্বর সন্ধ্যায় জিন্দাবাজারের কাস্টমস অফিসের সামনে প্রকাশ্যে মিসবাহ উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। মিসবাহ নসিলেট কমার্স কলেজ থেকে গতবছর এইচএসসি পাস করেন।

হত্যাকান্ডের পর নিহতের চাচা রেজাউল করিম সেবুল জানিয়েছিলেন, মিসবাহকে খুনের পর বন্ধু-সহপাঠীদের মাধ্যমে কবির নামে এক বন্ধুর সঙ্গে তার বিরোধ ছিল বলে তারা জানতে পারেন । কবির নামের ওই ছেলেটি নগরীর জিন্দাবাজারের কাজী ম্যানশনের একটি টেইলার্সে কর্মচারী বলে জানিয়েছেন তিনি। কবিরের সঙ্গে মিসবাহের যোগাযোগ ছিল বলে তারা আগে জানতেন না। গত রমজানে কবিরের সঙ্গে মিসবাহের বিরোধ হলে মার্কেটের ব্যবসায়ীরা তা মিটমাট করে দেন বলে জানান রেজাউল করিম। পরবর্তীতে আর কোন বিরোধ না হলেও কবিরের নেতৃত্বে ৬-৭ জনের উপস্থিতিতে মিসবাহকে খুন করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি দাবি করেন।

সিলেট কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করা নিহত মিসবাহ উদ্দিন দোয়ারাবাজারের চন্ডিপুরের রহমত উল্লাহের ছেলে। বাবা জার্মান প্রবাসী হওয়ায় পড়ালেখার জন্য মা ও দুই বোনের সঙ্গে সে নগরীর মজুমদারী কোনাপাড়ার শ্রাবণী ৫৪ নম্বর বাসার ভাড়া থাকতেন। এক বছর আগে এইচএসসি পাস করলেও সেবার ভালো কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি মিসবাহ।

আপনার মন্তব্য

আলোচিত