নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০১৭ ০৩:২২

সিলেটে মিসবাহ হত্যা মামলার অভিযোগ গঠন

সিলেটের জিন্দাবাজারে কলেজছাত্র মিসবাহ উদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

হত্যার প্রায় আট মাস পর সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ অভিযোগ গঠন করেন। বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী।

অভিযুক্তরা হলেন কবির আহমদ, মোহাম্মদ রুমেন, রানা আহমদ ও রাব্বি।

গত বছরের ২৬ নভেম্বর রাত ৮টার দিকে জিন্দাবাজারের কাস্টমস অফিসের সামনে প্রকাশ্যে মিসবাহ উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরের দিন রাতে নগরীর কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের মা। মিসবাহ’র 'বন্ধু' কবিরকে প্রধান আসামী করে এবং অজ্ঞাতনামা আরও ৬/৭ জনকে আসামি করা হয়।

সিলেট কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করা নিহত মিসবাহ উদ্দিন দোয়ারাবাজারের চন্ডিপুরের রহমত উল্লাহের ছেলে। বাবা জার্মান প্রবাসী হওয়ায় পড়ালেখার জন্য মা ও দুই বোনের সঙ্গে সে নগরীর মজুমদারী কোনাপাড়ার শ্রাবণী ৫৪ নম্বর বাসার ভাড়া থাকতেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ২৭ এপ্রিল চার জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফায়েজ উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত