নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০১৬ ১৬:৫৯

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সিলেটে র‍্যালি অনুষ্ঠিত

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, ভার্ড, সেভ দ্যা চিলড্রেন ও আশার আলো সোসাইটি কর্তৃক সম্মিলিত আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস ২০১৬ উপলক্ষে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় এই র‍্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালীটি শাহজালাল উপশহরের ডি ব্লক হতে বের হয়ে রোজ ভিউ হোটেলের মোড় হতে ঘুরে পুনরায় ডি ব্লকে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা। র‍্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সিলেটের ডিআইসি ম্যানেজার চাঁদনী আক্তার, ভার্ডের কর্মকর্তা নাসরীন বানু। এছাড়াও উপস্থিত ছিলেন, আশার আলো প্রতিনিধি ও সেভ দ্যা চিলড্রেন এর ভলানটিয়ারগণ।

র‌্যালি শেষে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে সুজ্ঞান চাকমা বলেন, এ দেশের জনগণের মানবাধিকার রক্ষায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সংবিধানের আর্টিকেল ১১, ২৭-৪৪ রক্ষায় সরকার বদ্ধপরিকর। মানবাধিকার রক্ষায় ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার, প্রতিষ্ঠান, সংস্থা এবং এনজিওগুলোকে সমন্বয় রেখে একযোগে কাজ করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত