মৌলভীবাজার প্রতিনিধি

২৯ মার্চ, ২০১৭ ১৮:৩১

মৌলভীবাজারের নাসিরপুরে অভিযান শুরু, গুলির শব্দ

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর ঘিরে থাকা 'জঙ্গি আস্তানায়' আবারও শুরু হয়েছে গুলি।

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে শুরু হয় গুলি।

মঙ্গলবার গভীর রাত থেকে নাসিরপুর ও শহরের বড়হাট এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, র‍্যাব ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যেও দু’টি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সাড়ে ১০টার দিকে বড়হাটের ‍আস্তানার ভেতরে বিকট শব্দে তিনটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

এরপর অভিযান শুরু করতে বিকেল ৫টার দিকে নাসিরপুর গ্রামে এসে পৌঁছায় সোয়াট (সর্বাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাক্টিকস)। তারা ঘটনাস্থলে পৌঁছার ঘন্টা দেড়েক পরেই শুরু হয় গোলাগুলি।

দুই জঙ্গি আস্তানার আশপাশে দুপুর থেকে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। স্থানীয় জনতাকে নিরাপদ রাখার জন্য এলাকায় মাইকিং করেছে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত