নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০১৭ ১৩:০৬

শাহী ঈদগাহে বোমাসদৃশ বস্তু, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

সিলেট নগরীর শাহী  ঈদগাহে একটি দোকানের সামনে থেকে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সোয়া ৯টায় নিজের দোকানের সামনে এটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন দোকানের সত্ত্বাধিকারী এনামুল হক।

খবর পেয়ে বিমানবন্দর পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলে। বোম্ব ডিসপোজাল ইউনিটের অপেক্ষা করা হচ্ছে। 

এদিকে শাহী ঈদগাহ সড়কে সকল প্রকার যান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। স্থানীয়দের নিরাপদ দূরত্বে রাখতে মাইকিং করছে পুলিশ। 

 

দোকানের সত্ত্বাধিকারী এনামুল হক সিলেটটুডেকে বলেন, সকাল সোয়া ৯টায় দোকান খোলার সময় আমি দোকানের সামনে কালো বস্তুটি দেখতে পাই। এরপর পুলিশে খবর দেই।

এডিসি (নর্থ) ভূপতি ভূষণ জানিয়েছেন, বোমাটি কতোটা শক্তিশালী তা এখনই বলা যাচ্ছে না। বোম্ব ডিস্পোজাল ইউনিট এসে এটি পরীক্ষা করে বিস্তারিত জানাবে।

আপনার মন্তব্য

আলোচিত