নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০১৭ ১৬:৫৪

শাহী ঈদগাহের ‘বোমা’টি ভুয়া, আতঙ্ক সৃষ্টিই ছিল লক্ষ্য

সিলেট নগরীর শাহী ঈদগাহে সৃষ্ট বোমাতঙ্কের অবসান হয়েছে। বোমা সদৃশ বস্তুটি পরীক্ষার পর সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এটি আসলে বোমা নয়।

সিলেট মহানগর পুলিশের ডিসি (নর্থ) ফয়সাল মাহমুদ জানান, এটি বোমা নয়। কেউ আতঙ্ক সৃষ্টির জন্য বোমার মতো করে এটি রেখে দিয়েছিল।

এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে দোকান খোলার সময় নিজের দোকানের সামনে কালো রঙের বোমা সদৃশ একটি বস্তু দেখতে পান এনামুল হক। তিনি সিলেটটুডেকে জানান, জিনিসটি আমার কাছে বোমা মনে হওয়ায় আমি সাথে সাথে পুলিশকে খবর দেই।

খবর পেয়ে সকাল থেকেই ঘটনাস্থলের চারপাশ ঘিরে রাখে পুলিশ। বন্ধ করে দেয়া হয়ে আশপাশের দোকানপাট ও যান চলাচল। স্থানীয়দের নিরাপদ দুরত্বে রাখতে করা হয় মাইকিং। দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর একটি দল। এরপর বিকেলে জিনিসটি পরীক্ষা করে এটি বোমা নয় বলে নিশ্চিত করে সেনাবাহিনী।

আপনার মন্তব্য

আলোচিত