দেবব্রত চৌধুরী লিটন, সুনামগঞ্জ থেকে

৩০ মার্চ, ২০১৭ ১৯:০৩

এ বিজয় বঙ্গবন্ধুর আদর্শের, এ বিজয় জনতার : সিলেটটুডেকে জয়া সেনগুপ্ত

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ নির্বাচনে জয় প্রায় নিশ্চিত হওয়ার পর আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্ত বলেছেন, এ বিজয় বঙ্গবন্ধুর আদর্শের, এ বিজয় জনতার।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যা পৌনে সাতটায় সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে দেয়া তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় একথা বলেন জয়া সেনগুপ্ত।

তিনি বলেন, জনগনকে সাথে নিয়ে আমি দিরাই-শাল্লার উন্নয়নে সুরঞ্জিত সেনগুপ্তের অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাবো। তাঁকে নির্বাচিত করার জন্য সকল ভোটারকে এবং সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ১১০টি কেন্দ্রের মধ্যে ৯৭টি কেন্দ্রের প্রাপ্ত ভোটসংখ্যায় বিপুল ব্যবধানে এগিয়ে আছেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত।

ওই ৯৭টি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজুর (সিংহ প্রতীক) চেয়ে ৫৬৭৪৪ ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্ত (নৌকা প্রতীক)।

শাল্লা উপজেলার ৩৬টি কেন্দ্রের মধ্যে সবকয়টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। ভোট গণনা শেষে প্রাপ্ত ফল অনুযায়ী জয়া সেনগুপ্ত পেয়েছেন ৩৮৮২৯ ভোট। অন্যদিকে এই উপজেলায় ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু পেয়েছেন ৯৩২৮ ভোট।

দিরাই উপজেলায় ৭৪টি কেন্দ্রের মধ্যে ৬১টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এতে প্রাপ্ত ফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্ত পেয়েছেন ৫০৯৯০টি ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু পেয়েছেন ২৩৭৪৭ ভোট।

আপনার মন্তব্য

আলোচিত