নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০১৭ ২১:১১

ছয় দিন পর খুলে দেওয়া হলো সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক

ছয়দিন বন্ধ থাকার পর অবেশেষে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দিয়ে যান চলাচল শুরু হলো। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এই সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া বলে জানান মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।

দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানায় সেনা কমান্ডোদের ‘অপারেশন টোয়াইলাইট’ শুরুর আগে শনিবার সকাল থেকে এই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত যান চলাচল বন্ধ ছিলো। এতে দূর্ভোগে পড়েন এই সড়কের যাত্রী ও চালকরা। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে ফের যান চলাচল শুরু হয়।

জঙ্গি আস্তান সন্দেহে শিববাড়ি এলাকার আতিয়া বৃহস্পতিবার রাত থেকে ঘিরে রাখে পুলিশ। শনিবার থেকে অপারেশন শুরু করে সেনাবাহিনীর প্যারাকমান্ডোরা, যা শেষ হয় মঙ্গলবার। এতে এক নারীসহ ৪ জঙ্গি নিহত হওয়ার খবর জানায় সেনাবাহিনী।

এই অভিযান চলাকালে শনিবার সন্ধ্যায় আতিয়া মহলের পাশে দুটি বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন মারা যান।

আপনার মন্তব্য

আলোচিত