হবিগঞ্জ প্রতিনিধি

০৪ এপ্রিল, ২০১৭ ১৭:২১

তেলিয়াপাড়ার ঐতিহ্য ও স্মৃতি সংরক্ষণে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি

মহান মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর তেলিয়াপাড়া দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া স্মৃতিসৌধ প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ সহ তেলিয়াপাড়ার ঐতিহ্য ও স্মৃতি সংরক্ষণে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানান।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলার মুর্শেদ খান বীর বিক্রম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনা প্রধান সেক্টর কমান্ডার এ কে এম শফিউল্লাহ (বীর উত্তম)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী পাঠান।

আলোচনা সভার পূর্বে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সমাবেশে মুক্তিযোদ্ধা ছাড়াও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত