বিশ্বনাথ প্রতিনিধি

০৪ এপ্রিল, ২০১৭ ১৮:৩৩

বিশ্বনাথকে দুর্যোগপূর্ণ উপজেলা ঘোষণা

চৈত্রের আকস্মিক বন্যার কারণে তাৎক্ষনিকভাবে এক বৈঠকের মাধ্যমে উপজেলাকে ‘দুর্যোগপূর্ণ উপজেলা ঘোষণা’ করেছে বিশ্বনাথ ‘উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা‘ কমিটি।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান ও ‘বিশ্বনাথ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষকদের ক্ষতির পরিমাণ বিবেচনা করে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা, ঋণ গ্রহণকারী কৃষকদের সুদ মওকুফ এবং অধিক ক্ষতিগ্রস্তদের পরবর্তী ধানের মৌসুম পর্যন্ত ভিজিডি সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

টানা ছয় দিনের ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেটের বিশ্বনাথে ৭২৪০ হেক্টর বোরো ফসলের সাড়ে ৬ হাজার হেক্টরই আকস্মিক বন্যার পানিতে তলিয়ে গেছে। ঝড় তুফানে বিশ্বনাথের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার পাশাপাশি উপজেলার আমতৈল, ছত্রিশ গ্রামের প্রায় ৫০টি ঘর-বাড়ি এবং ভোগশাইল কে.আলী ও হাজারিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চাল উড়ে গেছে।

ফলে বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারসহ ৮ ইউনিয়নের ৭ ইউনিয়নবাসী অন্ধকারে রয়েছেন। ব্যবসা-বাণিজ্যে ভাটার পাশাপাশি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন দিন উপজেলার বিভিন্ন নদী-নালা, খাল-বিল-ও হাওরে পানি বৃদ্ধিতে ক্ষতির পরিমাণ বেড়েই চলছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব (পিআইও) সফিক উদ্দিনের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, ইউএনও অমিতাভ পরাগ তালুকদার, অ্যাসিল্যান্ড আবদুল হক, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক (বিশ্বনাথ), আমির আলী (দৌলতপুর), তাহিদ মিয়া দেওকলস), নাজমুল ইসলাম রুহেল (অলংকারী), অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর (রামপাশা), তালুকদার গিয়াস উদ্দিন (খাজাঞ্চী), প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, কৃষি-সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুর রহমান ও সমাজ সেবা কর্মকর্তা আবু ইউসুফ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব ও নুর উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত