নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০১৭ ১৯:১৮

আতিয়া মহল থেকে আরো দুটি গ্রেনেড উদ্ধার, দুই জঙ্গিকে দাফন

সিলেটের শিববাড়ির আতিয়া মহল থেকে দুটি শক্তিশালী গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে র‍্যাব। তবে ভবনের ভেতরে এখনো প্রচুর বোমা রয়েছে জানিয়ে র‍্যাব ৯-এর অধিনায়ক আলী হায়দার আজাদ বলেন, সেগুলো নিষ্ক্রিয় করতে আরো কিছুটা সময় লাগবে।

মঙ্গলবার বিকেলে শিববাড়ি এলাকার আতিয়া মহলের পাশে পাঠানপাড়া এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব ৯-এর অধিনায়ক আলী হায়দার আজাদ।

সোমবার সকাল থেকে আতিয়া মহলে অভিযান চালাচ্ছে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল। যার নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাহমুদ। আতিয়া মহলে সেনাবাহিনীর অভিযান শেষ হওয়ার ছয় দিন পর সোমবার সেখান থেকে দুটি মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাদের ময়নাতদন্ত করেন হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক আদিলুজ্জামান চৌধুরী। বিকালে বেওয়ারিশ হিসেবে তাদের নগরীর হযরত মানিকপীর গোরস্থানে দাফন করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি সোহেল আহাম্মদ।

ওসি সোহেল জানান, দাফন হওয়া দুটি মরদেহই পুরুষের। মরদেহগুলো বিকৃত। মুখমণ্ডল চেনা যাচ্ছে না। তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।

বিকেলে র‍্যাব ৯-এর অধিনায়ক আলী হায়দার আজাদ সাংবাদিকদের বলেন, যথেষ্ট সময় নিয়ে নিরাপত্তার ব্যাপারটি মাথায় নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আমরা আজকে দুটি বোমা নিষ্ক্রিয় করেছি। আমরা নিজেরাও নিশ্চিত না আরো কতগুলো আছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে প্রচুর। অবিস্ফোরিত বোমা এখনো ভেতরে আছে। সময় দিতে হবে। আমরা নিরাপত্তার দিক মাথায় রেখে অগ্রসর হচ্ছি। পুরো ভবনটি ঝুকিপূর্ণ করতে আমাদের আরো সময় দিতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাবের অধিনায়ক বলেন, এখন সেখানে সব কিছু ধ্বংসস্তূপের মতো আছে। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ধ্বংসস্তূপগুলো ক্লিয়ার করে যদি কোনো অবিস্ফোরিত বিস্ফোরক থাকে সেগুলো আমরা নিষ্ক্রিয় করব। তারপর আমরা আরো ডিটেইলসে যাব যে কোনো আলামত পাই কি না যেগুলো আমাদের কাজে লাগতে পারে। এই আলামত খোঁজার ব্যাপারে আমরা এখনই ফোকাস করছি না। আমরা অবিস্ফোরিত কোনো বিস্ফোরক থাকে সেটাকে নিষ্ক্রিয় করা। আজকে এখানে দুটি হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে। এগুলো অত্যন্ত শক্তিশালী। অনেক দূর পর্যন্ত এগুলোর স্প্লিন্টার ছড়িয়ে পড়েছে আজকে। আমরা প্রচুর এলাকা খালি করেছি। তারপরও কিন্তু অনেক দূর পর্যন্ত এগুলোর স্প্লিন্টার ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং শক্তিশালী স্প্লিন্টার।

গত ২৩ মার্চ মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে আতিয়া মহলের চারদিকে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ২৫ মার্চ শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের ‘অপারেশন টোয়াইলাইট’ পরিচালিত হয়। ২৮ মার্চ সন্ধ্যায় শেষ হয় ‘অপারেশন টোয়াইলাইট’। অভিযানে নিহত হয় চার জঙ্গি।

আপনার মন্তব্য

আলোচিত