নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০১৭ ১৪:০৬

হাওরবাসীর সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সিলেটে পৃথক মানববন্ধন

জলবায়ু বিপর্যয়ের শিকার হাওরবাসীর সমস্যা স্থায়ী সমাধানের দাবিতে সিলেটে পৃথক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ও সাগরদিঘির পার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও নগরীর সাগরদিঘির পার এলাকার লোকজন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার সহ সকল মহলের প্রতি দাবি জানান।

তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়ে বলেন, ২০০১ থেকে ২০১৭ পর্যন্ত ৮ বার অকাল হাওরডুবিতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনও প্রতিবছর হয়ে যাচ্ছে। সুনামগঞ্জের হাওরবাসীর সমস্যার স্থায়ী সমাধান চাই।

মানববন্ধন কর্মসূচির আয়োজক ওসমানী মেডিকেল কলেজের প্রভাষক ডা. এনামুল হক বলেন, সুনামগঞ্জ জেলার ৩৭ টি বড় হাওরসহ মোট ৪২ টি হাওরে বাঁধের জন্য বাজেট ছিলো ৫৮ কোটি ৭০ লাখ টাকা, কিন্তু এ অর্থ ঠিকমত কাজে লাগানো হচ্ছে না। এজন্যে উন্নয়নের নামে হরিলুট বন্ধ করে চিহ্নিত মহল/ব্যক্তিবর্গকে বিচারের আওতায় আনতে হবে।

তিনি সুনামগঞ্জকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা-পূর্বক ক্ষতিগ্রস্ত সকল কৃষক শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত