বড়লেখা প্রতিনিধি

০৬ এপ্রিল, ২০১৭ ২৩:৪২

বড়লেখায় টিলা কাটার দায়ে দুইজনকে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় টিলার মাটি কেটে বিক্রির অপরাধে  ভূমি মালিক এবং মাটি পরিবহণের দায়ে ট্রাক্টর চালকের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভূমি মালিকের নাম আব্দুল জলিল ও ট্রাক্টর চালকের নাম হচ্ছে-দিনার হোসেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ আল মামুন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, টিলার মাটি কেটে বিক্রির অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনে উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির দৌলতপুর এলাকার মৃত রেজান আলীর পুত্র ভূমি মালিক আব্দুল জলিলকে ৫ হাজার টাকা এবং মাটি পরিবহণের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ট্রাক্টর চালক বাণী কোনা গ্রামের আব্দুল মন্নানের পুত্র দিনার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, উত্তর শাহবাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ধ্রুবেশ চক্রবর্তী উপস্থিত ছিলেন।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালতে ভূমি মালিক ও ট্রাক্টর চালকের জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত