বড়লেখা প্রতিনিধি

১৫ আগস্ট, ২০১৭ ১৯:৪১

বড়লেখায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত

মৌলভীবাজারের বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, আওয়ামী লীগ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন র‌্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শোকাবহ দিনটি পালন করেছে।

উপজেলা প্রশাসন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বড়লেখা উপজেলা প্রশাসন সকালে র‌্যালী বের করে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ প্রণয় কুমার দে, পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর, শিক্ষক রিয়াজুল ইসলাম, সাংবাদিক লিটন শরীফ, শিক্ষক বদর উদ্দিন প্রমুখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে বড়লেখা পৌর শহরে র‌্যালী বের করা হয়। পরে আহমদ ম্যানশনের সম্মুখে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন। এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, এনাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোপাল দত্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক জুনু, উপজেলা যুবলীগ সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ আহমদসহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাদ যোহর বড়লেখা পৌর শহরের বড় মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া আওয়ামী লীগের ইউনিয়ন শাখাও র‌্যালী ও আলোচনা সভা করেছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ: বড়লেখা উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আবাসিক মেডিকেল অফিসার সঞ্জয় সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আহমদ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ডাঃ রামেন্দ্র সিংহ, ডাঃ ফেরদৌস আক্তার, ডাঃ শারমিন আক্তার, সেলিম রেজা, সুমন চন্দ্র দাস, সুলতান আহমদ প্রমুখ। এছাড়া বড়লেখা ডিগ্রি কলেজ, বড়লেখা নারী শিক্ষা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত