নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০১৭ ০১:২০

নদী উপচে নগরীতেও ঢুকে পড়ছে পানি

টানা বর্ষণ ও ঢলে সুরমা নদীর পানি উপচে সিলেট নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ছে।

নদীর পানি বাড়ায় নগরীতে পানি ঢুকে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।

নূর আজিজুর রহমান বলেন, সুরমা নদীর পানি উপচে নগরীর মাছিমপুর, শিবগঞ্জ, উপশহর, মেন্দিবাগ, তেররতন, কালিঘাট, জল্লারপাড় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

তবে সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, বরাক উপত্যকায় তেমন বৃষ্টিপাত না হওয়ায় সিলেটে আগামী দু'তিনদের মধ্যে বড় ধরণের বন্যা হওয়ার তেমন শঙ্কা নেই।

তবে সুরমা ও কুশিয়ারার পানি সবকটি পয়েন্টে বিপদসীমার উপরে রয়েছে বলে জানান তিনি।

বৃষ্টিপাত বন্ধ হলে প্লাবিত এলাকাগুলো থেকে পানি ধীর গতিতে নামবে বলে জানান তিনি।

এদিকে প্লাবিত এলাকাগুলোর মানুষ দুর্ভোগে পড়েছে।

আপনার মন্তব্য

আলোচিত