জগন্নাথপুর প্রতিনিধি

১৬ আগস্ট, ২০১৭ ০১:৩২

বঙ্গবন্ধুকে হত্যা না করা হলে দেশ অনেক এগিয়ে যেত: এমএ মান্নান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথকভাবে কর্মসূচীটি পালন করেছেন।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির আকাঙ্খার প্রতীক। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা না হলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বের অন্যতম একটি উন্নত রাষ্ট্রে পরিণত হত।

বিভীষিকাময় ইতিহাসের আজ এক ভয়ংকর দিন উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে স্মরণ করার মধ্য দিয়ে আমরা আত্ম জিজ্ঞাসায় উপনীত হই।

প্রতিমন্ত্রী এম এ মান্নান বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

 উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুম মোশাহিদ, আব্দুল মালিক, আনহার মিয়া, যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান ছাদেক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মির্জা আবু তাহের মোহন, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুঁইয়া, যুগ্ম সম্পাদক জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, সাংগঠনিক সম্পাদক শশীকান্ত গোপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুল হাই, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভুঁইয়া, উপজেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হক, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দিপাল কান্তি দে দ্বীপাল, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সুন্দর আলী, সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, এম ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, পৌর কাউন্সিলার দিলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারন সম্পাদক রুমেন আহমদ, সহ-সভাপতি সায়মন হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক তোহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, কলেজ ছাত্রলীগ নেতা হাসান আদিল, মাছুন আহমদ, রনি আহমদ, জুনেদ আহমদ, রনি রাজ, মতিউর রহমান, নিজাম উদ্দিন, রিপন আহমদ, রায়হান, সুমেল আহমদ, তারেক আহমদ, সুমন আহমদ, লিটন, ছাদেক, শাহরিয়ান, রায়হান, আল-রাহি প্রমূখ।

পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন জালালী। দিবসের শুরুতে সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিককৃতিতে পুষ্পস্তবক অর্পন ও শোক র‌্যালী অনুষ্টিত হয়।

এদিকে- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, সায়ত্বশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্টান ও বেসরকারি ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরে অস্থায়ীভাবে স্থাপিত জাতীর পিতার প্রতিককৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকতা, কর্মচারী ছাড়াও আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীসহ শোক র‌্যালী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্টিত হয়।
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম তুলে ধরে স্মৃতি চারন মূলক প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীন নেতা সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান ও  উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন।

হবিবপুর এটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালেহা পারভীন ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত পালের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুম মোশাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা পৌর কাউন্সিলার দিলোয়ার হোসাইন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের তত্ত্বাবধানে অনুষ্টিত শিশু-কিশোরদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

আপনার মন্তব্য

আলোচিত