নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৪৮

নগরীতে যে ২৮ স্থানে কোরবানি দেওয়া যাবে

ঈদুল আযহার দিনে পশু কোরবানির জন্য নগরীতে ২৮ টি স্থান নির্ধারণ করেছে সিলেট সিটি কর্পোরেশন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় নির্ধারিত এসব স্থানের বাইরে কোরবানি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সিটি কর্পোরেশন নির্ধারিত পশু কোরবানির স্থানগুলো হলো-

নির্ধারিত ২৭টি স্থান হচ্ছে- ১নং ওয়ার্ডে অর্ণব ২১ মীরের ময়দান, ২নং ওয়ার্ডে ব্যাংক কলোনীর মাঠ, ৩নং ওয়ার্ডে ওসমানী মেডিকেল কলেজ কলোনীর মাঠ, ৪নং ওয়ার্ডে আম্বরখানা সরকারি কলোনীর মাঠ, ৫নং ওয়ার্ডে কাউন্সিলর অফিস সংলগ্ন খোলা মাঠ, ৬নং ওয়ার্ডে কাউন্সিলর অফিসের সামনে, ৭নং ওয়ার্ড জালালাবাদ মরিলের মাঠ, ৮নং ওয়ার্ডে পাঠানটুলা মসজিদ সংলগ্ন মাঠ, ৯নং ওয়ার্ডে জবাইখানা-এতিম স্কুল রোড, ১০নং ওয়ার্ডে কলাপাড়া ওয়ার্কশপের মাঠ, ১১নং ওয়ার্ডে লালদিঘীর পাড় বালুর মাঠ, ১২নং ওয়ার্ডে কাউন্সিলরের নিজ বাসার সংশ্লিষ্ট স্থান, ১৩নং ওয়ার্ডে কাজিরবাজার মাদরাসা মাঠ, ১৪নং ওয়ার্ডে ছড়ারপার স্কুল গলি (মাজার গলি), ১৫নং ওয়ার্ডে শাহজালাল জামিয়া স্কুল এন্ড কলেজ মাঠ, ১৬নং ওয়ার্ডে সওদাগর টুলা, ১৭নং ওয়ার্ডে কাউন্সিলরের নিজ বাসার সংশ্লিষ্ট স্থান, ১৮নং ওয়ার্ডে আগপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠ, ১৯নং ওয়ার্ডে রায়নগর আলমটুলা, ২০নং ওয়ার্ডে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় মাঠ, ২১নং ওয়ার্ডে শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্র-লামাপাড়া, ২২নং ওয়ার্ডে স্প্রিং টাওয়ার সংলগ্ন মাঠ, ২৩নং ওয়ার্ডে আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৪নং ওয়ার্ডে কাউন্সিলরের নিজ বাসার সংশ্লিষ্ট স্থান (বোরহানউদ্দিন মাজার রোড),  ২৫নং ওয়ার্ডে কাউন্সিলরের নিজ বাসার সংশ্লিষ্ট স্থান, ২৬নং ওয়ার্ডে কদমতলি পয়েন্ট এবং ২৭নং ওয়ার্ডে গোটাটিকর প্রাইমারি স্কুল মাঠ।
এ ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খালি জায়গায় কোরবানি দেওয়া যাবে।

আপনার মন্তব্য

আলোচিত