বানিয়াচং প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:৩৪

বানিয়াচংয়ে শিক্ষকদের সাথে সাংসদ মজিদ খানের মতবিনিময়

সাংসদ মজিদ খান বলেছেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন আদর্শ শিক্ষকই পারেন একজন মানুষকে পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। শিক্ষকরা যে শিক্ষাই দিবেন শিক্ষার্থীরাও সেই শিক্ষা গ্রহন করবে। তাই কর্তব্য কাজটা ঠিকমতো করলে জাতি অনেক উপকৃত হবে।

তিনি বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা হলরুমে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে ও সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার হাসিবুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমদ, ১১নং মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান আহাদ মিয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সিদ্দিকী।

এমপি মজিদ খান আরও বলেন, শিক্ষকদের দায়িত্ব পালনই হল আসল কাজ। সবাইকে মনে রাখতে হবে আমি একজন শিক্ষক। শিক্ষার্থীদের পাশাপাশি নিজেদেরকেও আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তুলতে হবে। বানিয়াচংয়ে ঝড়ে পড়া কোন স্কুল থাকবে না। যেগুলোই আছে সেইগুলোকে অচিরেই টেন্ডারের আওতায় নিয়ে আসা হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন, পাঁড়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলী রহমান,সুরভী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সফিউল আলম, আদাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সালেহ, মাহতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইরিনা সামছিয়া, আদাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লুৎফা বেগম, বনমথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিকুল ইসলাম খান প্রমুখ।

মতবিনিময় সভায় বানিয়াচং উপজেলা সদ্য সরকারিকরণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত