মৌলভীবাজার প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:৩৭

শ্রীমঙ্গলে গোপলা প্রতিরক্ষা বাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের গোপলা নদীর পূর্ব পাড়ে এবং হাইল হাওরের উত্তর পাড়ের গোপলা প্রতিরক্ষা বাঁধ রক্ষায় মানববন্ধন করেছেন গ্রামবাসী। এরই মধ্যে বন্যার পানির স্রোতে রাস্তা ভেঙ্গে এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল হাইল হাওর যতরপুর গ্রামের মোল্লাকান্দি এলাকায় হাওর রক্ষা বাঁধের ভাঙ্গা অংশের উপর মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান সুফিয়ান চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য মুহিত পাল, ফয়জুল  হক মোল্লা, সাবেক সদস্য রুসন মিয়া, গ্রামের মুরব্বী মসুদ মিয়া ও তছকির মিয়া। এ সময় তারা বাঁধটির ভাঙ্গা অংশ অতি জরুরী ভিত্তিতে মেরামতের দাবি জানান।

সরেজমিনে দেখা যায়, নদীর পাড় ভাঙ্গার কারণে এই গ্রামের শিশুরা বিদ্যালয় যেতে পারছে না। নদীর পানির ঢেউয়ে রাস্তা ভেঙ্গে কারনে গোপলা নদী পথে নৌকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। বন্যার আফাল ঢেউয়ের ভয়ে এ গ্রামের শিশু থেকে বৃদ্ধ কেউই ঘর থেকে বের হচ্ছেন না।

চলমান বন্যায় এই বাঁধটির প্রায় দুই কিলোমিটার এলাকার বিশাল ক্ষতি হয়েছে। কিছু কিছু জায়গা মারাত্মক ভাঙ্গন ধরেছে। কোন ধরনের যান চলাচল সম্ভব হচ্ছে না। এলাকাবাসী প্রায় ২০ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে ও আশপাশের বাজার হাটে যাতায়াত করছেন।

এলাকাবাসী জানান, এই হাওর রক্ষা বাঁধ ভেঙ্গে গেলে শ্রীমঙ্গল উপজেলার যতরপুর, মৌলভীবাজার সদর উপজেলার আটঘর, সিকরাল, গোবিন্দপুর, জাকান্দিসহ ৮-১০টি গ্রাম পানিতে তলিয়ে যাবে। নষ্ট হয়ে যাবে ফসলের জমি।

এ ব্যাপারে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবতী মুঠোফোনে জানান, বাঁধটি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পানি না কমা পর্যন্ত এ মেরামত কাজ সম্ভব হবে না।


আপনার মন্তব্য

আলোচিত