তাহিরপুর প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:৪০

বাদাঘাট ডিগ্রি কলেজ সরকারিকরণের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজ সরকারিকরণের বিরুদ্ধে জয়নাল আবেদীন কলেজ কর্তৃক মহামান্য হাইকোর্টে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় থেকে দুপুর ২টা পর্যন্ত বাদাঘাট বাজার মেইন রোডে শিক্ষক, ছাত্র, অভিভাবকসহ উপজেলার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ছাত্রলীগ কলেজ নেতা সোহাগ আহমদেও সঞ্চালনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ নেতা ও বাদাঘাট ডিগ্রি কলেজের সহসভাপতি হাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাদাঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুনাব আলী, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী আবুবক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুস সাহিদ, আওয়ামী লীগ নেতা নুরুল হক মাষ্টার, নুরুল ইসলাম, উত্তর বড়দল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা নজরুল শাহ, আবু সায়েম, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু, বাদাঘাট আওয়ামী রহমানীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মহি উদ্দিন, বাদাঘাট বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মাসুক মিয়া, বাদাঘাট ডিগ্রি কলেজের ছাত্র তারেক আল মামুন, আল আমীন হুদা, জুবায়ের আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত