মৌলভীবাজার প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর, ২০১৭ ২০:২৫

কুলাউড়ার শরীফপুর সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা

কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করায় ভারতীয়রা এক বাংলাদেশীকে যুবককে পিটিয়ে হত্যা করেছে। গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের উত্তর ত্রিপুরার ঊনকোটি জেলার মূর্তিছড়া কদমমোড়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। লাশ ফেরতের জন্য বিজিবি-বিএসএফ প্রাথমিক বৈঠক হয়েছে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সঞ্জবপুর বেরীর পার গ্রামের মৃত ফেরন মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (২৮) শুক্রবার বিকেলে কয়েকজন বন্ধুসহ সীমান্ত অতিক্রম করে ভারতের মূর্তিছড়ার কদমমোড়া গ্রামে প্রবেশ করে। এসময় গ্রামবাসীরা চোর সন্দেহে ধাওয়া করলে সঙ্গীরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসলেও ভারতীয়রা ইয়াছিন মিয়াকে ধরে পিটিয়ে হত্যা করে।

শনিবার শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে ও লাশ ফিরত আনতে চাতলাপুর সীমান্ত ফাঁড়ির বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কর্মকর্তাদের সাথে কথা হয়েছে।

শ্রীমঙ্গস্থ ৪৬ নং বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর জি এম খালেদ হায়দার জানান, লোক মুখে শনিবার সকালে খবরটি শুনে সকালেই চাতলাপুর চেকপোষ্ট এলাকায় বিএসএফের সাথে কোম্পানী কমান্ডার পর্যায়ে প্রাথমিক একটি বৈঠক হয়েছে। বিএসএফ ভারতীয়দের হাতে বাংলাদেশী ইয়াছিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে। লাশটি ফেরত আনতে বিজিবি জোর চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষে ইউপি চেয়ারম্যান ও কুলাউড়া থানা কর্র্তৃপক্ষ উদ্যোগ নিলে দ্রুত লাশটি ফেরত আসবে।

আপনার মন্তব্য

আলোচিত