হবিগঞ্জ প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০১৭ ০১:৩১

হবিগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুইজন গ্রেপ্তার

হবিগঞ্জের লাখাইয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

হবিগঞ্জের লাখাইয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম ফুকন (৭৫) ও একই গ্রামের জাহেদ উদ্দিন (৭৫)।

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান বলেন, গ্রেফতারদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  গ্রেফতারি পরোয়ানার কপি হাতে পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মামলা সূত্রে জানা গেছে, মহান মুক্তিযুদ্ধ চলাকালে মাওলানা শফিক উদ্দিনের নেতৃত্বে গ্রেফতার দুইজনসহ একটি সংঘবদ্ধ দল উপজেলার বিভিন্ন স্থানে লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ, ধর্ষণ ও হত্যাযজ্ঞ চালায়। এসব অভিযোগের প্রেক্ষিতে ২০১৫ সালের ৪ অক্টোবর মুক্তিযুদ্ধ চলাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুড়িয়াউক গ্রামের ইলিয়াছ কামাল বাদী হয়ে মোট সাতজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ৫ অক্টোবর মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত