বিয়ানীবাজার প্রতিনিধি

১০ ডিসেম্বর, ২০১৭ ১৯:১৩

বিয়ানীবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

‘আসুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই প্রতিপাদ্যে বিয়ানীবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৭ উদযাপন করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও বিয়ানীবাজার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশনার পাশাপাশি কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

সকাল ১০টায় পিএইচজি হাইস্কুল সংলগ্ন সড়কের পাশে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, শিক্ষা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর।

বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সহ-সভাপতি ময়নুল ইসলাম, নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল কাদির।

বিয়ানীবাজার উপজেলার প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুম মিয়া ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)’র সাধারণ সম্পাদক শাবুল আহমেদ যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুপ্রক’র সহসভাপতি আব্দুল হান্নান। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির পাশাপাশি দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত