নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০১৭ ১৬:২০

সিসিকের প্রধান প্রকৌশলী ‘লাঞ্ছিত’, নারী কাউন্সিলর অবরুদ্ধ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান প্রকৌশলী নূর আজিজ রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এই অভিযোগে নারী কাউন্সিলর শামীমা স্বাধীনকে অবরুদ্ধ করে রেখেছে সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় সিসিক ভবনের এ ঘটনাটি ঘটে।

সিসিক কর্মকর্তা-কর্মচারী পরিষদ সূত্রে জানা যায়, কাউন্সিলর শামীমা স্বাধীন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ খবর ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। এসময় সিসিক মেয়রের পাশের কক্ষে অন্যান্য কাউন্সিলরদের হস্তক্ষেপে কাউন্সিলার শামীমা স্বাধীনকে অবরুদ্ধ করে রাখা হয়।

পরিষদ সূত্রে আরও জানায়, এ অভিযোগ তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা মেয়রকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে সুষ্ঠু বিচার না হলে কঠোর আন্দোলনে যাবার ঘোষণা দিয়েছেন সিসিক কর্মকর্তা-কর্মচারী পরিষদ।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিসিক ভবনে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত