সিলেটটুডে ডেস্ক

২১ জানুয়ারি, ২০১৮ ১৭:৫৩

স্মার্ট কার্ড পেলেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) সকালে নগরীর হাফিজ কমপ্লেক্সে অর্থমন্ত্রী ও তাঁর পরিবারবর্গকে স্মাট কার্ড প্রদান করা হয়।

এসময় স্মার্টকার্ড গ্রহণ করেন অর্থমন্ত্রীর ভাই এএসএ মুঈজ সুজন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন, জাতীয় অধ্যাপক ডা. শাহেলা খাতুন, শিপা হাফিজা, ভাইস চ্যান্সেলার আতহুল হাই শিবলী, নাজিয়া খাতুন, জিও আজিজ সেলিম, শামা মুগদী, ড. একে আব্দুল মুবিন, সাব্বির মুবিন, সামিয়া মুবিন, সাহেদ মুহিত, মন্ত্রীর স্ত্রী সাবিয়া মুহিত, সেলিনা মোমেন।

স্মার্টকার্ড বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডিসি (রেভিনিউ) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান, কাউন্সিলর ফয়জুল আমেন বাকের, আরডিসি আরিফুর রহমান, জুবের খান, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, এসএম নুনু মিয়া, কিশোর ভট্টাচার্য জনি, রাহাত তফাদার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত