নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০১৮ ০১:৫০

নগরীর হাউজিং এস্টেটে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু, এক লাখ টাকায় আপোষ

নগরীর হাউজিং এস্টেটে নাসরিন বেগম (১৫) নামে এক কিশোরী রহস্যজসকভাবে মারা গেছেন। নাসরিন হাউজিং এস্টেটের ৪৬ নম্বর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

ওই বাসার গৃহকর্তী লুৎফা বেগম জানিয়েছেন, রোববার বিকেল ৪ টায় নাসরিন ছাদ থেকে পড়ে যায়। এরপর ওসমানী হাসপাতালে নিয়ে আসা হলে সন্ধ্যা ৬টার দিকে সে মারা যায়।

এদিকে, এই মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। নাসরিনের কপালে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাতে নাসরিনের লাশ দেখতে ওসমানী হাসপাতালে হাজির হন স্থানীয় কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। তাঁর উপস্থিতিতে নাসরিনের মৃত্যুর বিষয়টি আপোষরফা হয়। আপোষে গৃহকর্তী লুৎফা বেগম এক লাখ টাকা দিতে সম্মত হন। প্রতিশ্রুতি অনুযায়ী রোববার রাতেই তিনি ২৫ হাজার টাকা প্রদান করেন। বাকী টাকা আজ সোমবার নাসরিনের ময়নাতদন্ত শেষে প্রদান করবেন বলে জানান।

নগরীর বিমানবন্দর থানার ওসি মোশারফ হোসেন বলেন, নাসরিন সুনামগঞ্জের ছাতকের মাছিমপুর এলাকার নাসির উদ্দিনের মেয়ে। নগরীর বাদামবাগিচা এলাকায় থাকতেন তারা। প্রায় ১৫ দিন আগে হাউজিং এস্টেটের মতিউস সামাদ চৌধুরী ও লুৎফা বেগম দম্পত্তির বাসায় গৃহকর্মীর কাজ নেন নাসরিন।

ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে নাসরিন ছাদ থেকে পড়ে মারা গেছেন। ময়নাতদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।

আপনার মন্তব্য

আলোচিত