ছাতক প্রতিনিধি

২৪ জানুয়ারি, ২০১৮ ০২:৫৮

দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেটের ২০১৮-১৯ সালের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোজাহিদ আলীকে সভাপতি এম লিকসন মিয়াকে সাধারণ সম্পাদক ও এডভোকেট জুবায়ের আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সোমবার (২২ জানুয়ারি) সিলেট নগরীর ল্যাংথুরাই চায়নিজ রেস্টুরেন্টে আয়োজিত সাধারণ সভায় নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়।

দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের আহবায়ক ও সুনামগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতি বোর্ডের সচিব পীর মোহাম্মদ আলী মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুগ্ম আহবায়ক শফিক আহমদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক ছাদিকুর রহমান ছাদিক, যুগ্ম আহবায়ক উবায়দুল হক শাহিন, আব্দুর রশিদ হিমেল, ফজলুর রহমান রাজু, মাহবুবুল আলম মুহিত, তোফায়েল আহমদ ও পিয়ার আলী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক ছায়েম আহমদ, সাবেক সহ-সভাপতি মোজাহিদ আলী, বদরুল আলম লিটন, মারুফ আহমদ, সুলেমান হোসেন চুন্নু, আবু শামীম, আশরাফুর রহমান জয়েল, মাওলানা সৈয়দুর রহমান, এম লিকসন মিয়া, মেহেদী হাসান ফয়েজ, নূরুল ইসলাম পাকি, কাজি আবুল খয়ের, সামছ উদ্দিন, সাইফুর রহমান সমুজ, আব্দুল্লাহ আল-মামুন, এডভোকেট জুবায়ের আহমদ, শাহ ওলীউর রহমান, ফয়ছল আহমদ, হাবিবুর রহমান, সমর রেজা, আবু আফনাত, জাহির আলী, মাসুদ আহমদ, এনামুল হক, আবু রায়হান তৌসিফ, শাহজাহান রব্বানী হিরু, হোসাইন আহমদ সোহান, আল মামুন রহমান, সৈয়দুর রহমান সৈয়দ, আব্দুল হামিদ, নাজির মিয়া তালুকদার, কয়েছ আহমদ, আবু জাবের, আতিকুর রহমান আতিক, আলী রেজা, নাহিয়ান তালুকদার, ছিদ্দেক মিয়া, ওলীউর রহমান আলেক, জাহাঙ্গীর আলম, মকবুল হোসেন, আজাদুর রহমান আজাদ, আলী আজম, আমজাদ মিয়া, ইকবাল আহমদ, নূরুজ্জামান, শিপলু মিয়া, নেছার আলম, তোফায়েল আহমদ জুমন, বাবুল আহমদ, মোশতাক আহমদ, কবির আহমদ, রাজন মিয়া, মারজান আহমদ, আব্দুল হক, এমরান মিয়া প্রমুখ।

সভাশেষে আহবায়ক মোহাম্মদ আলী মিলন নবগঠিত কমিটির ৫১ সদস্যের নাম ঘোষণা করলে উপস্থিত সদস্যরা করতালির মাধ্যমে নবগঠিত কমিটির সদস্যদের স্বাগত জানান।

বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জবাবে নবগঠিত কমিটির সভাপতি মোজাহিদ আলী ও সাধারণ সম্পাদক এম লিকসন মিয়া সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরিষদের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত