ছাতক প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০১৮ ১৯:৩৩

ছাতকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও পরিবেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছাতকে লাইফ স্টাইল এন্ড হেলথ এডুকেশন প্রমোশন প্ল্যানের আওতায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও পরিবেশ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে এবং স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মেডিকেল অফিসার ডা. রাজীব চক্রবর্তী।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, ওসি(অপারেশন) কাজী গোলাম মোস্তফা, হাসপাতালের এম.ও পূবরী মজুমদার প্রমুখ।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ওমর ফারুক।

আপনার মন্তব্য

আলোচিত