মৌলভীবাজার প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০১৮ ১১:২৯

মৌলভীবাজারে পানি ব্যতীত সকল পৌর সেবা বন্ধের ঘোষণা

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশনসহ সকল সুবিধা প্রদানের দাবিতে মৌলভীবাজারে পৌর কর্মকর্তা কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে (২৮ জানুয়ারি) থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত পৌর নাগরিকদের পানি ছাড়া সব ধরনের নাগরিক সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

গতকাল রাতে (২৭ জানুয়ারি) মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা ও মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসাইন খান লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন ।

এসময় বক্তব্য দেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ নকিবুর রহমান, বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক রণধীর রায়, জেলা শাখার সভাপতি মো. আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, ইউনিট সভাপতি উপ-সহকারি প্রকৌশলী আব্দুল মুমিন।

সংবাদ সম্মেলনে মৌলভীবাজারে পৌর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত