ছাতক প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০১৮ ১১:৩২

ছাতকে ১৪ লক্ষাধিক টাকার ভারতীয় মদ জব্দ

সুনামগঞ্জের ছাতকে ১৪ লক্ষাধিক টাকা মূল্যের ৯৪০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।

শনিবার (২৭ জানুয়ারি) ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ইউনিয়নের সৈদেরগাঁও দিঘলী চাকলাপাড়া এলাকা এই মদ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দিঘলী চাকলাপাড়া এলাকায় ভারতীয় মদ পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে র‌্যাব-৯ এর সহযোগিতায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. শোয়েব আহমদ চৌধুরী’র নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় এলাকার জায়েদ আহমদের বাড়ি থেকে ৯৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও বাসার মালিক জায়েদ আহমেদ (২৮) পালিয়ে যায়। সে উপজেলার দিঘলী চাকলাপাড়া গ্রামের আব্দুল আমিনের ছেলে। জব্দকৃত ভারতীয় মদের বাজার মূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা।

অভিযানে অংশ নেন বিভাগীয় সহকারি উপ-পরিদর্শক মো. রবিউল্লাহ, সিপাহী কিংকর কুমার রায়, সোহরাব হোসেন চৌধুরী এবং র‌্যাব-৯ এর সদস্য ডিএডি মো. নাসিম রেজা, এসআই মো. মুজিবর, এএসআই মো. আলতাফ, এএসআই মো. ইসহাক।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. শোয়েব আহমদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিঘলী চাকলাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯৪০ বোতল মদ জব্দ করতে সক্ষম হই। অভিযানের বিষয়টি টের পেয়ে জায়েদ আহমেদ (২৮) নামের মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। সে দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।

পলাতক আসামির বিরুদ্ধে নিজ বসতঘরে অবৈধভাবে মদ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২২(গ) ধারায় ছাতক থানায় মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত মদ বিভাগীয় হেফাজতে আছে।

আপনার মন্তব্য

আলোচিত