জামালগঞ্জ প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি , ২০১৮ ২১:২১

জামালগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাওর রক্ষা বাঁধ পরিদর্শন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বেহেলী ইউনিয়নের হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন তিনি।

জানা যায়, জামালগঞ্জ উপজেলায় ১০০টি পিআইসি রয়েছে এর মধ্যে বেহেলী ইউনিয়নে ৫২টি, ফেনারবাক ইউনিয়নে ৩৫টি, জামালগঞ্জ উত্তর ইউনিয়নে ৫টি, সদর ইউনিয়নে ১টি, ভীমখালী ইউনিয়নে ৪টি, সাচনা বাজার ইউনিয়নে ৩টি। একশত পিআইসিতে চূড়ান্ত প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়েছে ১৭ কোটি টাকার উপর।

এ সকল বাঁধের কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে না। কাজের ধীরগতি ছাড়াও অনেক পিআইসিতে সবে মাত্র কাজ শুরু করা হয়েছে। বেহেলী ইউনিয়নের মোট কাজের মধ্যে ৮০% কাজ সমাপ্ত হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, বেহেলী ইউনিয়নের ৮৩নং পিআইসি হালির হাওরে উপ প্রকল্প ৫৫০ মিটার, প্রকল্প ব্যয় ২০ লক্ষ ৭৯ হাজার ৮৪২ টাকা। বিধি মোতাবেক কাজ শুরু হওয়ার তারিখ ২৪ জানুয়ারি কিন্তু পিআইসি মো. জামাল হোসেন ২৪ ফেব্রুয়ারি কাজ শুরু করেছেন। এছাড়া ৫নং, ৯নং, ৯১নং পিআইসি কাজ পরিদর্শন করা হয়েছে।

৮২ নং পিআইসি তোফায়েল আহম্মদ মাসুম বলেন, ২৫ জানুয়ারিতে কাজ পাই। বিধি মোতাবেক কাজ করে আসছি। ৫০০ ফুট দূরত্ব থেকে মাটি নিয়ে বাঁধ নির্মাণ করছি। ২৯০০ ফুট এর মধ্যে ২০০ ফুট বাকি রয়েছে। ২৭ ফেব্রুয়ারি আমার কাজ সমাপ্ত হবে। এতে প্রকল্পের বরাদ্দ ২৩ লাখ ২৮ হাজার টাকা।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন 'হাওর বাঁচাও জামালগঞ্জ বাঁচাও' আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি ও জামালগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, পাউবো শাখা কর্মকর্তা নিহার রঞ্জন দাস, জামালগঞ্জ উপজেলার সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, বেহেলী ইউনিয়নের যুবলীগ সভাপতি মো. তোফায়েল আহম্মদ মাসুম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত