ছাতক প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি , ২০১৮ ২২:২৫

ছাতকে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ছাতকে স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ষষ্ঠ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার সিংচাপইড় ইউপির সিংচাপইড় একতা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু হেনা।

সংগঠনের সহ সাধারণ সম্পাদক রাজিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য ভিত্তিক সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশনের অন্যতম সদস্য সমাজসেবী ও শিক্ষানুরাগী আবদুল বাছিত সেলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিংচাপইড় ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, সমাজসেবী আলী হোসেন মানিক, সিংচাপইড় শিক্ষা উন্নয়ন সংস্থার সভাপতি মো. আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সিংচাপইড় ইউপি পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আকতার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক মোমিন শেখ, আইনুল হক, সংগঠক রাসেল আহমদ দীপু, ফখরুল হোসেন ও আমিনুল হক।

বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক মুহিন আহমদ ও প্রচার সম্পাদক মৃদুল পুরকায়স্থ। এ সময় মুরব্বী কাছা মিয়া, সংগঠক রুকন আহমদ, স্কুল কেবিনেট রুহুল ইসলাম, কমর আলী, জাবেদ আহমদ, তানিয়া বেগম, ইমিতা আক্তার, পূর্ণিমা আচার্য্যসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থীরা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

পরে কুইজে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথিকে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত