মাধবপুর প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি , ২০১৮ ০০:৪২

মাধবপুরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভারতীয় মোহনপুর সীমান্ত এলাকায় ১৯৯৪(৪এস) পিলারের নিকট  বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরটি ফোর্স (বিএসএফ)এর মধ্যে ১ ঘন্টা ব্যাপি পতাকা বৈঠক অনুষ্টিত হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্বদেন বিএসএফের ১২০ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত কমান্ডেট জেপি যাদব, বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী।

৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পতাকা বৈঠকের সত্যতা নিশ্চিত করে বলেন, বৈঠকে মাদক ও চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ফলপ্রসু আলোচনা হয়। এ সময় বিএসফ ও বিজিবি’র উভয় দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত