নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০১৮ ১৯:২৫

‘আমি অলরাইট, তোমরা উত্তেজিত হয়ো না’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন জাফর ইকবাল। ছুরিকাঘাতের পরপরই উঠে দাঁড়িয়ে তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'আই এম অলরাইট, তোমরা উত্তেজিত হয়ো না'। এ সময় তাঁর মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ে তাঁর মুখ ও শার্ট ভিজে যায়। এ কথা বলার সাথে সাথেই তিনি জায়গায় বসে পড়েন।

এ কথা জানিয়েছেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক নওশাদ সজীব। শাবি ক্যাম্পাসে অনুষ্ঠিত একটি রোবটিক্স প্রতিযোগিতার বিচারক হিসেবে শাবিতে গেলে এ ঘটনার প্রত্যক্ষদর্শী হন তিনি।

তিনি আরো জানান, জাফর ইকবাল স্যারের পাশে পুলিশ অবস্থান করতে দেখা গেলেও পুলিশ কোন তৎপর ভূমিকা পালন করে নি।

জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ তৎপর ভূমিকা পালন করে। জাফর ইকবালকে উদ্ধার করতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয় নি।

প্রসঙ্গত, শনিবার (৩ মার্চ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল দুর্বৃত্তের ছুরিকাঘাতের শিকার হন। আহতাবস্থায় জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত