ওসমানী মেডিকেল থেকে নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০১৮ ১৯:৪১

জাফর ইকবাল ‘শঙ্কামুক্ত’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল শঙ্কামুক্ত রয়েছেন বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী নওশীন।

তবে এখনো তাঁর অস্ত্রোপচার চলছে বলে জানান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী। তিনি ওখানে উপস্থিত গণমাধ্যমকে জানান অস্ত্রোপচার শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা।

এদিকে জাফর ইকবাল দেখতে হাসপাতালে এসেছেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এড. মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।

এদিকে তাঁকে একনজর দেখতে হাসপাতাল চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হয়েছেন। তিনি অপারেশন কক্ষে থাকার কারণে সেখানে কেউই যেতে পারছেন না।

প্রসঙ্গত, শনিবার (৩ মার্চ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল দুর্বৃত্তের ছুরিকাঘাতের শিকার হন। আহতাবস্থায় জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত