নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০১৮ ১৯:৫৪

জাফর ইকবালকে ঢাকায় প্রেরণের সিদ্ধান্ত

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ঢাকায় প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের গণসংযোগ কর্মকর্তা সাদেক হোসেন।

শনিবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান।

তিনি আরো জানান, জাফর ইকবালের অস্ত্রোপচার শেষ করা হলে তাকে ঢাকায় পাঠানো হবে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে জাফর ইকবালকে ঢাকায় প্রেরণ করা হচ্ছে। সেনাবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় নেয়া হবে।

প্রসঙ্গত, শনিবার (৩ মার্চ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিকেলে (শাবিপ্রবি) ক্যাম্পাসে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল দুর্বৃত্তের ছুরিকাঘাতের শিকার হন। আহতাবস্থায় জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত