মৌলভীবাজার প্রতিনিধি

০৩ মার্চ, ২০১৮ ২১:৪৪

লাউয়াছড়ায় বন্যপ্রাণী অবমুক্ত

বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে কয়েকটি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়।

শনিবার (২ মার্চ) বন্যপ্রাণী বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় উদ্যানে বন্যপ্রাণী অবমুক্তের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যপ্রাণী অবমুক্ত করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জাহিদ হোসেন।

এ সময় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে, সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, ডা. হরিপদ রায়, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রমুখের উপস্থিতিতে এসব বন্যপ্রাণী অবমুক্ত করা হয়।

অবমুক্ত করা প্রাণীগুলোর মধ্যে ছিল একটি গন্ধগোকুল, দুটি বন বিড়াল, একটি অজগর সাপ, দুটি সড়ালি পাখি ও দুটি খালিম পাখি।

আপনার মন্তব্য

আলোচিত