দিরাই প্রতিনিধি

০৬ মার্চ, ২০১৮ ১৭:৫০

হাওরপাড়ের শিক্ষার মানোন্নয়নে সরকার: জয়া

দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, একসময় বিপুলসংখ্যক কোমলমতি শিশু স্কুলে যাওয়ারই সুযোগ পেতো না। অনেকে আবার স্কুলে গেলেও প্রাথমিক পর্যায় থেকে ঝরে পড়তো। পাবলিক পরীক্ষায় ছিল নকলের ছড়াছড়ি। ফল প্রকাশে যেমন দেরি হতো, আবার প্রকাশের পর দেখা যেতো উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থীই অকৃতকার্য। স্কুলে যথাসময়ে পাঠ্যবই পেতো না শিশু-কিশোররা। শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে অসংখ্য তরুণীকে বাল্যবিয়ের শিকার হয়ে নির্মম জীবন বেছে নিতে হতো। আওয়ামী লীগ সরকার কয়েক বছরে বদলে দিয়েছে শিক্ষাক্ষেত্র, পাল্টে গেছে সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি। তাইতো বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনার সরকারের সাফল্যের তালিকায় শীর্ষে নি:সন্দেহে শিক্ষা। বিগত যেকোনো সময়ের তুলনায় শিক্ষাবিস্তারে অসামান্য সাফল্য দেখিয়েছে শেখ হাসিনার সরকার। পিছিয়ে থাকা হাওরপাড়ের শিক্ষার মানোন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে সরকার এবং তা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে দিরাই পৌর শহরের আরামবাগস্থ ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একাডেমির মাঠে একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও শিক্ষক ইয়াসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতি সুনামগঞ্জের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সরদার রুমী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন সঞ্চালক। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আপনার মন্তব্য

আলোচিত