জামালগঞ্জ প্রতিনিধি

০৬ মার্চ, ২০১৮ ২০:০৫

জামালগঞ্জে বাঁধ নির্মাণের অগ্রগতি নিয়ে আলোচনা সভা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ২০১৭-২০১৮ অর্থ বছরের কাবিটা নীতিমালা ২০১৭ এর আওতায় বাস্তবায়িত ডুবন্ত বাঁধের মেরামত কাজের অগ্রগতি ও পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) দিনব্যাপী শতাধিক পিআইসি ও সদস্য সচিবসহ উপজেলা সম্মেলন কক্ষে কাবিটা স্কিম বাস্তবায়ন ও মনিটরিং উপজেলা কমিটির আয়োজনে ‘হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা তদারকি ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার, সহকারী ভূমি কমিশনার মনিরুল হাসান উপজেলা মনিটরিং কমিটির সদস্য সচিব নিহার রঞ্জন দাস, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী কর্মকর্তা রেজাউল কবির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ নবী হোসেন, সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনার বাঁক ইউনিয়নের চেয়ারম্যান করুণা সিন্দু তালুকদার, ভীমখালী ইউনিয়নের চেয়ারম্যান দুলাল মিয়া ও সকল পিআইসির সভাপতি ও সদস্য সচিববৃন্দ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত