বেনাপোল প্রতিনিধি

০৬ মে, ২০১৮ ০২:৪০

সিলেটের ২ জন সহ ৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত

ভারতে পাচার হওয়া সিলেটের ২ জন সহ ৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত।

শনিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসারা হলেন- সুনামগঞ্জ সদর এলাকার শফিকুল ইসলামের ছেলে ফক্কর মিয়া (৩০), সিলেটের জকিগঞ্জ এলাকার মহিবুর রহমানের ছেলে সাজেদুর রহমান (২২) ও রাজবাড়ীর আরিফুল ইসলামের ছেলে সাহেল (২৮)।

জানা যায়, গত ছয় বছর আগে পাচারকারীদের প্র‌লোভ‌নে পড়ে সীমান্ত পথে তারা ভারতে যায়। পরে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফেরত আসা যুবকদের আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত