নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০১৮ ১৩:৫৭

নগরীতে চলছে বর্জ্য অপসারণের কাজ

ঈদুল আজহার পশু কোরবানি শেষে সিলেট নগরীতে চলছে বসতবাড়ি ও রাস্তার আশপাশ থেকে বর্জ্য অপসারণের কাজ। পাশাপাশি সিলেট নগরীর বৈধ-অবৈধ সকল পশুর হাটেরও বর্জ্য অপসারণের কাজে নেমে পড়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ। তারা আশা করছেন নির্ধারিত সময়ের আগেই কোরবানি ও পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।

এদিকে সিসিক কর্তৃপক্ষ জানিয়েছে পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত কর্মীদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, বেলা ১২টার পর পরই পশুর বর্জ্য পরিষ্কারে মাঠে নামে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। ড্রেন ও পশু জবাইয়ের স্থানে ছিটানো হয় ব্লিচিং পাউডার। এরপর পানি দিয়ে চলে বর্জ্য অপসারণ।

সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ বিভাগ জানায়, নগরীর ২৭টি ওয়ার্ডে ১২০০ পরিচ্ছন্নতাকর্মী, ৪০টি বর্জ্যবাহী ট্রাক এবং ১০টি পানির গাড়ির মাধ্যমে পরিচ্ছন্নতার কাজ চালানো হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত