দিরাই প্রতিনিধি

২৩ আগস্ট, ২০১৮ ২৩:২৫

দিরাইয়ে হাওরজুড়ে গোলাপী পদ্ম

সুনামগঞ্জের দিরাই উপজেলার লছিমপুর গ্রামের হাওর ছেয়ে গেছে পদ্ম ফুলে। প্রতিদিনই পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা।

এটিকে আরও আকর্ষণীয় করতে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে সুনামগঞ্জের জেলা প্রশাসন।

কমল, পঙ্কজ বা পদ্ম। যাকে বলা হয়, জলজ ফুলের রাণী। শরতের আকাশের নিচে ছেয়ে গেছে হাজার হাজার গোলাপী পদ্ম। পদ্ম ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে, সুনামগঞ্জের দিরাই উপজেলার লছিমপুর গ্রামের এই হাওরে প্রতিদিন ভিড় করেন ভ্রমণ পিপাসুরা।

সাত দশমিক তিন তিন একর খাস খতিয়ানের জায়গায় শত বছর আগে থেকে প্রাকৃতিকভাবে ফুটে আসছে পদ্ম।

জেলা প্রশাসক বলছেন, শুধু সরকারিভাবে নয়, বেসরকারিভাবে সহযোগিতা পেলে সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্রটি হতে পারে অন্যতম দর্শনীয় স্থান।

আপনার মন্তব্য

আলোচিত